
warfaze - jibon dhara lyrics
jibon dhara lyrics
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[verse]
কত আশাতে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙেচুরে
মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে
বারেবার বারেবার এগিয়ে গেছে তারা
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[verse]
শত ছলনা, প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
দৃপ্ত শপথ নিয়ে নতুন সমাজ গড়ে
আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার
Random Lyrics
- moodbrry - bye bye lyrics
- heygun - ghosted lyrics
- wesley safadão - viciada em paredão lyrics
- agent steel - the incident lyrics
- karen aoki & daisuke hasegawa - great days-english version lyrics
- liam clancy - spanish is the loving tongue lyrics
- oro swimming hour - blinker lyrics
- official53crew - heart of a lion ii lyrics
- jack munnerz - goat lyrics
- bad boy entertainment - tehlike lyrics