azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

warfaze - jibon dhara lyrics

Loading...

jibon dhara lyrics
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া

[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার

[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার

[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া

[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার

[verse]
কত আশাতে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙেচুরে
মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে
বারেবার বারেবার এগিয়ে গেছে তারা

[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া

[verse]
শত ছলনা, প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
দৃপ্ত শপথ নিয়ে নতুন সমাজ গড়ে
আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা

[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার

[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার



Random Lyrics

HOT LYRICS

Loading...