warfaze - jibon dhara lyrics
jibon dhara lyrics
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[verse]
কত আশাতে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙেচুরে
মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে
বারেবার বারেবার এগিয়ে গেছে তারা
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[verse]
শত ছলনা, প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
দৃপ্ত শপথ নিয়ে নতুন সমাজ গড়ে
আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার
[post+chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার
Random Lyrics
- colebrook road - sun up sun down (live) lyrics
- zora montague - nen lyrics
- deniro - to ti samo srce preskace lyrics
- grupo delta norteño - cama de arena lyrics
- elams - bang bang lyrics
- lou-adriane cassidy - le corps en mouvement lyrics
- tribade - las buenas lyrics
- mic pickup - f*ck, mary kill lyrics
- esabe - bva lyrics
- moshpit sicky - psychopatia lyrics