
warfaze - mone pore lyrics
Loading...
মনে পড়ে সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কখনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে..
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে…
Random Lyrics
- 影子計劃shadow project (twn) - 玩家共和國 lyrics
- young jonn - currency lyrics
- sheyna gee - anymore lyrics
- hatexlonely - 15 lyrics
- paul cargnello - tout arrive lyrics
- sie - mama's little girl (hate the world) lyrics
- tony (grc) - business lyrics
- eric north - soul_76 lyrics
- grim brxzy - rogue lyrics
- matei - ți-am drogat bunica lyrics