warfaze - mounota lyrics
নীরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
Random Lyrics
- ryan downey - no more miracles lyrics
- lorde vice - 83rd st lyrics
- i.n.o.t.s - she's (prod.tsurreal&ryan belovo) lyrics
- enemie - spragnieni lyrics
- w.bricks - trappin lyrics
- bruna magalhães - ponto vital lyrics
- lonepsi - marche nocturne lyrics
- heather evans - brain on fire lyrics
- weeping wound - ovrdozr lyrics
- somewhatodd - praise for lyrics