warfaze - obak bhalobasha | coke studio bangla lyrics
[choir intro]
[verse 1: babna karim]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[pre+chorus: babna karim]
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[chorus: babna karim]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[instrumental break]
[verse 2: palash noor]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[pre+chorus: palash noor]
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[chorus: palash noor]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[instrumental outro]
Random Lyrics
- heydukeyousuck - becky lyrics
- tina turner - i don't wanna fight (2023 remaster) lyrics
- tupe (fin) - päiväreissu lyrics
- avalon empire - telefoane lyrics
- timplush - mercedes free$tyle lyrics
- kroi - sesame (romanized) lyrics
- selug - x100 - sos freestyle lyrics
- ana castela - minha herança lyrics
- brl - утопленница (the drowned woman) lyrics
- gerhana badaru - kemana waktu itu pergi? lyrics