
warfaze - obak bhalobasha lyrics
[verse]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[pre+chorus]
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[chorus]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[verse]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[pre+chorus]
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা+হা, আহা+হা, হা+হা
আহা+হা, আহা+হা
[chorus]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
Random Lyrics
- selofan - love's secret game lyrics
- katannah - 30/70 split lyrics
- cybertrash - we all fall lyrics
- taboo (rapper) - lost cause lyrics
- emanueldaprophet - god wit me lyrics
- jonah sims - parallel lines lyrics
- thom donovan - shipwreck lyrics
- radiohead - silicon valley md114 lyrics
- anna joyce - para sempre lyrics
- shirley ellis - c.c. rider lyrics