warfaze - omanush lyrics
Loading...
শেষ বিকেল আলো আধাঁরি আবছায়া
তুমি অস্পৃশ্য প্রতিমা
রোদ পোড়া নীল ধমনী রক্তধারায়
বিষাদ দহন তীব্রতায়
আশা হারিয়ে স্বপ্নহীনতায়
আমি আঁকড়ে আঁধার
দগ্ধ আঘাতের পরশ তুমি দিয়েছো আমায়
চাইনা তোমায় আমি কখনও
আমারই আশেপাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে
তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি
ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কোনদিনও
আমার কাছ থেকে
ক্ষমার যোগ্য নও তুমি
তোমার স্বীকৃত মনুষ্যত্ব সদা
আমার চোখে প্রহসন
লোভের গর্হিত অবসাদ অবয়ব
ঘৃণায় নত আয়োজন
যদি প্রকৃত মানুষ হও
আমি অমানুষ হবো
তোমার কৃতকর্ম যদি পুন্য হতো
আমি পাপ বরণ করবো
চাইনা তোমায় আমি কখনও
আমারই আশেপাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে
তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি
ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কোনদিনও
আমার কাছ থেকে
Random Lyrics
- gerald law ii - relax yourself lyrics
- king silxs & will kellum - intro lyrics
- raphhell & clutxh motif - faded lyrics
- porch cat - special lyrics
- helicopter helicopter - slow dying flashlight lyrics
- super junior-d&e - 너의 이름은 (what is your name?) lyrics
- the meadows (usa) - my lonely co-pilot lyrics
- little musket - cum rag lyrics
- somvir kathurwal - olhaa lyrics
- ironsword - gods of the north lyrics