
warfaze - otit lyrics
Loading...
সন্ধ্যার আলোয় খুঁজে ফিরি
তোমার আমার স্মৃতিগুলি
মুছে যাওয়া গানের কথাগুলি
আমি খুঁজে ফিরি, স্মৃতিগুলি
কী করে হাঁটবো বলো নদী তীরে একা?
কী করে আমি ভাববো বলো
নতুন কোন গান?
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
বৃষ্টি ঝরলে মনে পড়ে
তাকিয়ে রইতে অবাক চোখে
এখন আমি ঝড়ের রাতে
খুঁজে ফিরি যদি নূপুর বাজে
কী করে হাঁটবো বলো নদী তীরে একা?
কী করে আমি ভাববো বলো
নতুন কোন গান?
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে, তুমি আমি নদী তীরে
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে, তুমি আমি নদী তীরে
মনে পড়ে
Random Lyrics
- jaz karis - worth lyrics
- mambana - libre (axwell radio edit) lyrics
- kit3 - demon slayer lyrics
- jonathan wyndham - why lyrics
- winning team & pjonax - settle for none lyrics
- trill$am - pray five times a day lyrics
- brad, janet, & the narrator - super heroes lyrics
- maru nara - cruisin lyrics
- campo - across the stars lyrics
- bianca "tez" linta - bang bang lyrics