whysir aka sayak, knawck, deymon, bura sapna & emon bhanja eb - 3 chokka lyrics
[chorus: why sir aka sayak]
এটা তিন ছক্কা জীবন ব্যাটা
এক ছক্কায় হাসি বাঁড়া
দুই ছক্কায় পাখনা গজায়
তিন ছক্কায় ফাঁসি
এটা তিন ছক্কা, এটা তিন ছক্কা
এটা তিন ছক্কা, তিন ছক্কা, তিন ছক্কা জীবন
এটা তিন ছক্কা জীবন ব্যাটা
এক ছক্কায় চোখে হাসি বাঁড়া
দুই ছক্কায় পাখনা গজায়
তিন ছক্কায় ফাঁসি
এটা তিন ছক্কা, এটা তিন ছক্কা
এটা তিন ছক্কা, তিন ছক্কা, তিন ছক্কা জীবন
[verse 1: emon bhanja eb & bura sapna]
সালা, এটাই তো জীবন, নয় তো জিন্দা তো ঝাটের বালও
দলে আমার বন্ধু অনেক, দু’জন ছিল সুবোধ বালক
villain হতে চাইনি প্রথম, gene+এ ছিল খুনের সাহস
দ্বিতীয় জন গুণ্ডা সাজতে গিয়ে গল্প, রাখাল বালক
কপালে লেখা সবার কার কত লম্বা চাদর
তার বেশি পা ছড়ালে উপরওয়ালা দেবে ঠাপন
যে যাওয়ার গেলো আর যে আছে তার কে বিচারক
ঝুঁকি নেওয়ার আগে সেও কি ভেবেছিল কি পাবো?
নির্ঘাত ও ভেবেছিল ঠিক পাবো শান্তিকে
কেটে যাবে দিনকালও, তবে চাই জিত আরো
লক্ষী কে চাই, ব্যাটা, নিলো risk আরো
লক্ষী কে পেতে গিয়ে শান্তিও খিস্তালো
লোভ দেখে হয়তো সালা ভয় পাবে শয়তানও
বাঘ বন্দি খেলা তে সে শিকারী না শিকারও
বন্ধু আমার লড়তে জানে, তোমরা শুধু ভয় জানো
সত্যি কি লোভে পাপ, নাকি জয়, কি সায়ক?
[bridge:whysir aka sayak]
এক ছক্কা ফেললে সবাই sir বলে
দু’চোখে বাবা হবে, তার পরে ব্যাটা ঘাম ঝরবে
দু’ছক্কা পাঁচ হলে রাজ তবে
তিন ছক্কা পড়লেই
বলো হরি, হরি বল, চার কাঁধ ভরে
এক ছক্কা ফেললে সবাই, ফেললে সবাই
দু’চোখে বাবা হবে, তার পরে ব্যাটা ঘাম ঝরবে
দু’ছক্কা পাঁচ হলে রাজ তবে
তিন ছক্কা পড়লেই
বলো হরি, হরি বল, চার কাঁধ ভরে
[chorus: why sir aka sayak]
এটা তিন ছক্কা জীবন ব্যাটা
এক ছক্কায় হাসি বাঁড়া
দুই ছক্কায় পাখনা গজায়
তিন ছক্কায় ফাঁসি
এটা তিন ছক্কা, এটা তিন ছক্কা
এটা তিন ছক্কা, তিন ছক্কা, তিন ছক্কা জীবন
এটা তিন ছক্কা জীবন ব্যাটা
এক ছক্কায় হাসি বাঁড়া
দুই ছক্কায় পাখনা গজায়
তিন ছক্কায় ফাঁসি
এটা তিন ছক্কা, এটা তিন ছক্কা
এটা তিন ছক্কা, তিন ছক্কা, তিন ছক্কা জীবন
[verse 2: whysir aka sayak]
জটা হাত ঘোরে টাকা তার ততো দাম
মানে বারোভাতারী হলে তার তত chance
আব্বে বাড়িতে খরিদ্দারের ঘাম ঝরিয়ে
দালালির টাকা ব্যাটা হরিদ্বারে দান করে
গলির ধারেই fun করে, পুলিশ এলেই ঘাড় ধরে
ক্ষণিকের এই চাপ হবে মাফ তবে তার আগে দাম বলে
মামা হ্যাঁ, তা হলে ক্ষমা আর না হলে lock up
হ্যাঁ তিন ছক্কা জীবন মানে ভাগ্য তার অভাব
তাই প্রার্থনার জবাবের অপেক্ষাতে নেই আমি
হ্যাঁ, আমি ভগবান, চলবে না উপরের বেইমানি
ধর্ম বেঁচে খেয়ে বাঁচি, সর্বশেষে কে মালিক বল?
হ্যাঁ, যে রাখে দম
তাই ডুবে গেলেও জলের তলায় সাম্রাজ্য বানিয়ে ফেলি
ডাক নাম হলো machiavelli
আসমানও নামিয়ে ফেলি পায়ের তলায়
পিছনে জামানা মেরা, medal টা platinum তোর ভাইয়ের গলায়
[chorus: why sir aka sayak]
এটা তিন ছক্কা জীবন ব্যাটা
এক ছক্কায় হাসি বাঁড়া
দুই ছক্কায় পাখনা গজায়
তিন ছক্কায় ফাঁসি
এটা তিন ছক্কা, এটা তিন ছক্কা
এটা তিন ছক্কা, তিন ছক্কা, তিন ছক্কা জীবন
এটা তিন ছক্কা জীবন ব্যাটা
এক ছক্কায় চোখে হাসি বাঁড়া
দুই ছক্কায় পাখনা গজায়
তিন ছক্কায় ফাঁসি
এটা তিন ছক্কা, এটা তিন ছক্কা
এটা তিন ছক্কা, তিন ছক্কা, তিন ছক্কা জীবন
Random Lyrics
- yourkid? - игла (spine) lyrics
- catie turner - last name lyrics
- joh! (kor) - what more can i say? lyrics
- soviet girls - fake flowers lyrics
- 五月天 (mayday) (twn) - 將軍令 (your legend) lyrics
- hinário para o culto cristão - o canto angelical lyrics
- r.sinik - i cry lyrics
- zaryadark - во сне (vo sne) lyrics
- k.s. chithra - मेरे दिल का तुमसे - mere dil ka tumse lyrics
- unbased creator - bientôt lyrics