azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

xefer & badhon - niye jabe ki (from daagi) lyrics

Loading...

[intro]
আকাশ ‘পরে নদীর ধারে
খুঁজি তাতে আঙিনা
স্মৃতির ভীড়ে এই অন্তরে
ভাবি তোকে আনমনা

[pre+chorus]
পুরনো দিন ছিল কত না সহজ
স্বপ্নরা ছুঁয়ে দিত রোজ
হাওয়ায় মিশে আজ, নিখোঁজ

[chorus]
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়
অন্ধকারে আজ খুঁজি আলোরই উষ্ণতা
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়
তোমার আর আমার
গল্পের কি আবার হবে নতুন সূচনা
হবে নতুন সূচনা

[verse]
জোছনার আড়ালে উঁকি দিয়ে গেলে
ধোয়াশা রাতে তুমি নাই
থাকি যত দূরে
দু’জনেই সরে
তোমারই দিকে মন যায়
কেন বারে বারে কিসেরই বাঁধায়
পেয়েও যে তোমাকে আবারও হারায়
অভিমানে ঘিরে থাকা বাসনায়
সরলতা জমা প্রাণেরই কোনায়
[pre+chorus]
পুরনো দিন ছিল কত না সহজ
স্বপ্নরা ছুঁয়ে দিত রোজ
হাওয়ায় মিশে আজ, নিখোঁজ

[chorus]
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায় (কল্পনায়)
অন্ধকারে আজ খুঁজি আলোরই উষ্ণতা
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়
তোমার আর আমার
গল্পের কি আবার হবে নতুন সূচনা
হবে নতুন সূচনা

[outro]
হুম, ও+ও
হবে নতুন সূচনা
হবে নতুন সূচনা



Random Lyrics

HOT LYRICS

Loading...