yasir artist - nazehaal lyrics
জিবনে চলতে গিয়া হইছি কত নাজেহাল !
মায় কতো কইছে পোলা জন্ম দিছে পয়মাল !
সবারটা ভাবতে গিয়া নিজের হইছে বাজে হাল !
জিবনটা নাজেহাল ! জিবনটা নাজেহাল!
কেও কইছে নিজের লাইফ নিজেই বুঝ নিজেই খোজ !
চাকরি না পাইলে গিয়া রাস্তা ঘাটে গাড়ি মুছ !
সবারটা হুইনা আমি নিজেই লইছি নিজের বুঝ !
খাড়াইয়া দেহি মাথায় ভাড়ি ভাড়ি কতো বোজ!
মাইনষেরো বাপ মা আছে আমারো দিছে খোদায় !
সুখ চাইছি খোদার কাছে দুক দিয়া দিছে খোদায় !
কাছের ওই মানুষ আইয়া শান্তনা দিয়া বোঝায় !
টাকা না থাকলে খালি হইবা পরিবারের বুঝাই !
যতোই হউক রক্ত যেইডা তোমার ওইডা তুমারি থাক !
সুখ লইয়া যাওগা তুমি দুঃখগিলা আমারি থাক !
রক্তের টান তহন পরে যহন হইবো property ভাগ!
অহন সব মাইনা নিছি নাইগা আমার কোনই রাগ !
না হইতে পারলাম আমি হাসি মুখের কারন এগো !
না চাইতেও দিছে খোদায় মাথা ভড়া খালি ইগো !
আমার এই ইগো নিয়া খালি আমি হাইড়া গেছি !
ফ্যামিলি ভাবছে আমি পাতার মতো ঝইড়া গেছি না !
নাহ ! খোদায় আমায় আজো রাখছে ঠিকি বাচাইয়া !
আগেও কইছি মরা দেহে লাভনাই খোচাই য়া
সময় আমায় ঠিকি দিছে সবি বুঝাইয়া !
সময় এহন লাইফ টা আমি নিমু গুছাইয়া !
যা কইলাম লাইফ নিয়া এনে কোনো মিছা নাই !
বাপে কয় বিদেশ যাইতে যামু কিন্তু ভিসা নাই !
যা কইলাম লাইফ নিয়া এনে কোনো মিছা নাই !
বাচমু তয় কেমনে আমার বাচার এহন ইচ্ছা নাই!
জিবনে চলতে গিয়া হইছি কত নাজেহাল !
মায় কতো কইছে পোলা জন্ম দিছে পয়মাল !
সবারটা ভাবতে গিয়া নিজের হইছে বাজে হাল !
জিবনটা নাজেহাল ! জিবনটা নাজেহাল!
Random Lyrics
- huzzy b - убей меня медленно (kill me slowly) lyrics
- shhhmeeky - gru-vi lyrics
- crocodiller - haunted z-house lyrics
- nessqchai - она ждёт меня (she's waiting for me) lyrics
- little 4n - mandarin lyrics
- jason dea west - roll home lucinda (the magnolia sessions version) lyrics
- dominicv - christmas time lyrics
- budah - visão lyrics
- josiah and the bonnevilles - lie with me (on the back porch) lyrics
- sabella official - five lyrics