
zakaria tahsin, tahsan & srabon sani - irsha lyrics
দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি
কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে দেখো
কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই
তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য এখনো
এখনো আমার জীবনে
Random Lyrics
- giorgio gaber - introduzione i reduci lyrics
- ossian - 15 perc lyrics
- força suprema, dope boyz & trini - droga lyrics
- add1ction - bring me down lyrics
- cheat codes & kris kross amsterdam - sex lyrics
- the ringtones - desert heat lyrics
- ester fox - ecstasy lyrics
- taemin - one by one lyrics
- ftisland - i'm happy lyrics
- harem scarem - tomorrow may be gone lyrics