
zaki aman feat. poonam rahman - porinoti lyrics
Loading...
তোমাকে দেখে প্রথম
ভাবনা গুলো ছিল
বেসামাল এক ঝড়ের মত
আমার চেতনা জুড়ে
এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হল
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকে চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
এর পর যতবার দেখা হয়েছে
কিছু হইনি বলা তোমাকে
ভেবেছি কেমন হবে
বদলে গেলে তোমার পৃথিবী
যখন জানবে
নিঃশ্বাসে ধরে রাখি আশা
তোমাকে আমার
বিশ্বাস বেধে রাখি স্বপ্ন
ভালবাসার
একটু কাছে আশা
একসাথে ঘর বাধা।
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকেই চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
Random Lyrics
- mr. polska feat. rollàn - stunt lyrics
- giada valenti - como la flor lyrics
- vald - #ilest6h13 lyrics
- danny chirinos - let me down lyrics
- degenhardt - schlafzimmer lyrics
- simon steadman - sumthin' good lyrics
- navi feat. lina - fly with the wind lyrics
- om adella feat. tasya & gerry mahessa - tak harus memiliki lyrics
- birthday427 - beautiful birth lyrics
- toi toy toi (kotringo edition) - chant (tv-size) lyrics