zé renato - palhaço (ao vivo) lyrics
Loading...
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে দুঃখ পাওয়া ভালো
এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে
এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো।
এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো।
জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো।
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে!
আমার একটা মানুষ হইল না, যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না, যে আগা গোড়া জানবে আমারে।
Random Lyrics
- paywand jaff - prsyar lyrics
- floor88 - aqilah lyrics
- jimmy from da block - hurt me lyrics
- 04 limited sazabys - 夕凪 lyrics
- yoshua - pretty lyrics
- modern trigger - time lyrics
- julia samoylova - i won't break lyrics
- kur - stats lyrics
- nella kharisma - cinta di antara kita (feat. deddy dores) lyrics
- jimmy from da block - feeling alone lyrics