zunayed evan - kemon acho lyrics
Loading...
কেমন আছো কোথায়?
মনে কি রবে?
নেশা লাগে ঠোঁটে
নিশানা চোখে
কী দিয়ে যে তারে
বোঝাবো আমায়?
কোন আকাশে সে
ডানা মেলে উড়ে
এই ভাবে আমার
মেট্রো জীবন
কোন রকমের এক
হলুদের রঙ
কত গাড়ি চলে যায়
দূরবীনে বাড়ি
জানালাতে চোখ
মুছে দেবে কি?
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
কোন দেশে থাকে সে?
কোন দেশে ঘুম?
নিংড়ে যাব আমি, নিংড়ে তুমি
কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়!
এশট্রের ফাঁকে স্বপ্ন দেখা
কত দিনের এ ব্যথা বোঝাবো কারে?
কত ব্যথা সয়ে যায়, সয়ে যেতে হয়!
কী নামে ডাকি তারে?
কী হাতে ধরি?
কী মায়া চোখে আহা!
হয়ে যাব শেষ
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
ছাড়তে পারি না রে!
সইতে পারি না রে!
কাঁদতে পারি না রে…
Random Lyrics
- jason grey - montana lyrics
- kárpátia - valahol tőled távol lyrics
- j chaiane - el intento lyrics
- los chalchaleros - pinceladas del pago lyrics
- sauce walka - truth hurts lyrics
- andreuw snoaw - we live 2 die lyrics
- band-maid - wonderland lyrics
- hillsong united - entre las llamas lyrics
- har mar superstar - i can't take it lyrics
- héroes del silencio - medicina húmeda lyrics