azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bappa mazumder – bonomali lyrics

Loading...

তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুমের হার
গলেতে পড়িও

তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুমের হার
গলেতে পড়িও
তুমি যাইয়ো…
যমুনার ঘাটে
না মানি ননদীর বাধা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা
তুমি আমারি মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি আমারি মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝিবে তখন
নারীর বেদন
রাধার মনে কত ব্যথা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা
তুমি আমারি মতন মরিও মরিও
শ্যাম কলঙ্কের হার গলেতে পড়িও
তুমি আমারি মতন মরিও মরিও
শ্যাম কলঙ্কের হার গলেতে পড়িও
তুমি পুড়িও তখম আমারি মতন
বুকে লইয়া দুখের চিতা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা
ভাবিয়া ষড়জ কয় ওহে কৃষ্ণপদ
প্রেমের মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো
ভাবিয়া ষড়জ কয় ওহে কৃষ্ণপদ
প্রেমের মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো
আমি মরিয়া হইবো
শ্রীনন্দের নন্দন
তোমারে বানাবো আধা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি
পরজনমে হইয়ো রাধা



Random Lyrics

HOT LYRICS

Loading...