bhanga bangla - chup thak lyrics
তাকালে তাকাবো, খবরদার ভাই
লেবু নাই লবন নাই তোমার সব ড্রাই
গাড়িতে ঢুকেছি, কথা নাই, ড্রাইভ
আকাশে আকাশে
উড়ে
আমরাতো আকাশে
লেবু নাই লবন নাই তোমার সব ড্রাই
আরে এটা আমার ঘর
জুতো খুলো দুইটা
আমি দেখলাম চোর
মাথায় দিলাম দুইটা
দুইটা
বাংলা রেপের গড
আমি
আমি বাংলা রেপের রাজা
তোমার চোখে দেখলাম গাধা
তুমি
আমার ডাকনাম হলো বড় বাবা
মেয়েরা দেখলে বলে ওরে বাবা
আমার সাথে খেলে মোড়ে যাবা
মরে যা evil
তোমরা তো পারোনি
নামটা কি মনে নাই
শিখাবো এখনই
পাগল লাইক মাধুরী
তোমরা তো জানোনি
আমার বান্ধবী রা জোস
এটা ঝোল না এটা সস
আমি হলাম একটা কুকুর
বাসার পাশে আছে পুকুর
আমার কাপড় নাই, ন্যাংটা করে যাই, ডিমটা খাইনা কুসুম
আমি তো বাইরে তোমাকে পাইনি, বন্ধুরা নাইরে, বন্দুক তো বাইরে
আমি আমার বন্ধু
কুর্তার নীচে বন্দুক
আম্মু বলে আল্লায় ডাকো
আমি বলি আল্লায় ডাকে
ঘামটা পড়ে হাতটা কাপে
i can hear god speak
এখন তো আমি বুঝি
নামাজে যাইনি
নামাজে যাইনা
ঝামেলা চাইনি
ঝামেলা চাইনা
তোমার মায়ে চিল্লায় ভাঙা বাংলা
পাকা পেঁপে নাকি বেগুন ভুনা
মেক্সিকানে ডাকে পাপী চুলা
নাচলে নাচাবো
এখনই তাকাবো
কান ধরায় হাটাবো
মুখ খোলায় ভাঙাবো
চলনা এখনই কালকে তো নাই
বাই the way আমি আর খালাম্মা খাই
এখানে কোনদিন খেলা নাই, নাই
আমাদের সময় নাই, কথা নাই, none
চুপ থাক
বন্দুক and a কুর্তা
চুপ থাক
চোখে দেকি কুত্তা
তাকালে তাকাবো, খবরদার ভাই
লেবু নাই লবন নাই তোমার সব ড্রাই
গাড়িতে ঢুকেছি, কথা নাই, ড্রাইভ
আকাশে আকাশে
উড়ে
আমরাতো আকাশে
লেবু নাই লবন নাই তোমার সব ড্রাই
তাদের সামনে বল আমি লুনাটিক
কিছু বললে আমি মেরে ফেলি ঠিক
তোর মেয়ে ছিল আমার চিক
তোমরা বল শিট আমরা বানাই হিট
তোমার থেকে শুধু পয়সা নিবে
l.a তে এসে আমায় দিবে
she hit the blunt, i rip her dress
কোরবানির মতো তো গলাটা দিবে
বাঙালি বাঙালি
নবাব বাড়ি থেকে আসি
ফেক মানুষ মমতা শেষ
আলী হাসান তুমি শেষ
তুমি তো হারো আর আমিতো জিততেসি
তুমি তো কাঁদো আর এর আমি তো হাসতেসি
তোমরা খেলো আমরা কাজ করি
দুধ খাইনা শুধু খাই রুটি
তুমি পাগল আমি বিদেশী
ভালো তো খাইতেসি
খাবার তো মাংস তো রেখেছি
যারা মরে গেসে,,,,,, হেনেসি ফেলতেসি
আগুন তো বানায় তো দেখ
ভাঙা বাংলা আমার সেট
Random Lyrics
- azekel - hollow lyrics
- ac.jr & brady james - im sorry lyrics
- 485c - kapow! lyrics
- jonathan mcreynolds - comparison kills lyrics
- mehtap koç - denizlerin dalgasıyım lyrics
- brian johnson - a little longer lyrics
- nothing,nowhere. - waster lyrics
- jimmy from da block - dance on em lyrics
- 陳欣斈 - who you are lyrics
- ghaniya - jumpa ketiga lyrics