azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hasan – guru lyrics

Loading...

গুরু, তোমার এমন বানী দিয়েছো আমায়
যুগে যুগে অমর হয়ে চেতনা জাগায়
ঘুমিয়ে আছে যে জাতি ভীষণ অজ্ঞতায়

জাগিয়ে দিয়েছো তুমি পথেরই দিশায়

লালনের ওই একতারাতে ভাবেরও মেলা
মিটে যায় সে সুধা পানে অন্তরের জ্বালা
জলের ভিতর কেমনে জ্বলে এমন এক পিদিম
ঝড়-তুফানে, বায়ু-বাতাসে তবু অমলিন

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মইয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মইয়া রে

গুরু, আজ কত জনা আমারও দেশে
কেউবা ফকির, কেউ সন্ন্যাসী, অচেনা বেশে
সেই তো গুরু, যে জন বলে ভক্তিরও কথা
খুঁজে ফিরে জনে জনে অজানা ব্যাথা

লালনের ওই একতারাতে ভাবেরও মেলা
মিটে যায় সে সুধা পানে অন্তরের জ্বালা
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মইয়া রে

গুরু রে
গুরু রে
গুরু রে
গুরু রে
গুরু রে
গুরু রে
গুরু রে
গুরু রে
গুরু রে
গুরু রে



Random Lyrics

HOT LYRICS

Loading...