kazi shuvo feat. nodi - mayar agun lyrics
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
চোখেরই গভীরে অনেক আদরে মায়ারই আগুন দিয়েছ জ্বালিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
বুকেরই পাঁজরে রেখেছি যতনে নিশিদিন মগ্ন তোমারই স্বপণে
ডুবে যাব আধাঁরে না পেলে তোমারে যদি যাও কখনও তুমি হারিয়ে
চোখেরই গভীরে অনেক আদরে মায়ারই আগুন দিয়েছ জ্বালিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
তোমাকেই বুঝেছি সবটা জেনেছি বুকেরই অন্তরে তোমাকে রেখেছি
নিঃস্ব হয়ে যাব অতলে হারাব মনেরই সীমান্ত গেলে ছাড়িয়ে
চোখেরই গভীরে অনেক আদরে মায়ারই আগুন দিয়েছ জ্বালিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
আমি তোমারই ভেতরে গেছি হারিয়ে
আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে
Random Lyrics
- baby gloria feat. ruyonga - dna lyrics
- inspiral carpets - just wednesday lyrics
- rockit gaming feat. borderline disaster - flying home lyrics
- the gloom in the corner - the funeral lyrics
- a-low - rida lyrics
- the vo - skittles lyrics
- ruper ordorika - mare nostrum lyrics
- d w scott - he knows my name lyrics
- g herbo - eastside story lyrics
- chris robinson brotherhood - clear blue sky & the good doctor lyrics