srikanto acharya - tumi rabe nirabe hridoye momo lyrics
Loading...
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥
Random Lyrics
- sad lovers and giants - close to the sea lyrics
- matthew good - blown wide open lyrics
- rhoma irama - bisnis lyrics
- sigma (dk) - vinker og smiler lyrics
- blacks one - on veut des chiffres et des zéros lyrics
- companhia do calypso - jeito rebelde lyrics
- woodenhornets - vault boy vs cole phelps lyrics
- m.m.p - cuando apenas era un jovencito lyrics
- шайни - небо, пойми lyrics
- yunghat - będąc szczerym lyrics