srikanto acharya - tumi rabe nirabe hridoye momo lyrics
Loading...
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥
Random Lyrics
- 橘 友雅(cv:井上和彦) - 空蝉の恋 lyrics
- scarborough - party line lyrics
- secret weapons - fire burning lyrics
- wildfires - make amends lyrics
- ashvan - ghalbam joonam lyrics
- noella - my source lyrics
- mama kunk - liberar lyrics
- ogie alcasid - with the abs-cbn philharmonic orchestra lyrics
- redie - tutto come prima lyrics
- futurebirds - voices carry lyrics