tahsan - cholona harai lyrics
Loading...
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
যে ফাগুন আগুন জ্বালে মনে
নিভে যাবে কি কোন এক
ঝড়েরও কারনে
মেঘের আনা-গোনা হবে কি মনে
যেখানে যাবো না ফিরে জীবনে
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে
Random Lyrics
- ghostemane - deathwrap lyrics
- kindling - capital cities lyrics
- ordinary noise - you are here lyrics
- aspiring wijsdom - global distribution lyrics
- iskald - nidingsdåd lyrics
- scarlet malave lora - music and acting? lyrics
- sander van doorn - believe lyrics
- henx - högre än nånsin lyrics
- $ubjectz - sanity lyrics
- hotman - gay sunday lyrics