topu - nupur lyrics
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো- নেবে কি?
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো- নেবে কি?
নেবে কি?
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করে
দেবে কি পাড়ি হোক যত ঝড়বন্যা
আমার ছোট তরী বলো- যাবে কি?
যাবে কি?
নয় মিছে আশা, নয় শুধু ভালোবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি-আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বলো- নেবে কি?
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যত ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে
তা তো আমি জেনেছি
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো- যাবে কি?
যাবে কি?
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো- নেবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
তোমার ছোট তরী বলো- নেবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
Random Lyrics
- nadia holt - white roses lyrics
- e.saucce - never shy away lyrics
- conexión cielo - estamos de viaje lyrics
- half waif - back in brooklyn lyrics
- aka block feat. syps - romeo lyrics
- geeloum - 21boss lyrics
- brainchild's - higher lyrics
- thanks - sunshine lyrics
- say sue me - let it begin lyrics
- jaya - masattra kanniye lyrics