zunayed evan - charpoka lyrics
Loading...
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয়, মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয়, মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালোলাগা
আমার ভালোবাসা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
Random Lyrics
- kate vargas - nothing turns my lock lyrics
- pathology - lycantropy of dead flesh lyrics
- brandon rhyder - i can't hang on lyrics
- jaydee x kayone - welcome 2 hell lyrics
- xatar - für immer yok (knastversion) lyrics
- ola aurell - man kan göra många saker med en katt lyrics
- timōrātus - ...and the addiction machine lyrics
- o.c. smith - son of hickory holler's tramp lyrics
- spinache - 799919 lyrics
- a2cash - jedes mal lyrics